৬১৫
ঢাকা, ২৫ জুন ২০২৪ (মঙ্গলবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (২৫ জুন ২০২৪) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যগণসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদতবরণকারী সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়াসহ সেনাসদরের উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ ও যশোর এরিয়ায় কর্মরত কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।