ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৩: আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৩) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো, কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মোঃ মামুনুর রশিদ (গ্রামঃ ভাটি কামারী, থানাঃ সরিষাবাড়ী, জেলাঃ জামালপুর)
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ বাংলাদেশ সময় ১২৩৬ ঘটিকায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, তিনি ১১ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট এর সদস্য হিসেবে কঙ্গো গমন করেছিলেন।
এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।