৩৭৫
ঢাকা, ২৮ মার্চ ২০২১: যথাযথ উৎসাহ-উদ্দীপনার সাথে জাঁকজমকপূর্ণভাবে ঢাকা সেনানিবাসে লগ এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ এর স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষে রবিবার (২৮-০৩-২০২১) বর্ণাঢ্য একটি র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
র্যালিটি ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেইট ও লজিস্টিকস্ এরিয়া এমপি ইউনিটের সম্মুখ হতে দুইটি দলে বিভক্ত হয়ে শুরু হয় এবং সেনানিবাসের প্রধান সড়ক হয়ে সেনাকুঞ্জে সমাপ্ত হয়। উক্ত র্যালিতে ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।