ঢাকা ২৯ মার্চ, ২০১৮ ঃ ২১তম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের হয়ে নৌবাহিনীর তিন কৃতি সাঁতারু নাজমা খাতুন, মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ নাহিদ বৃহস্পতিবার (২৯-০৩-২০১৮) নৌসদর দপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সহকারী নৌ প্রধান (পার্সোনেল), সহকারী নৌ প্রধান (লজিস্টিক্স), নৌ প্রধান কর্তৃপক্ষ ঢাকা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগামী ৪ হতে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারী নৌবাহিনীর সাঁতারু নাজমা খাতুন ৫০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটার ফ্লাই সাঁতারে অংশ নেবেন। তাছাড়া সাঁতারু মোঃ আরিফুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং মোঃ নাহিদ ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে অংশ নেবেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দলটির সাথে আছেন কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা। দলটি আগামী ৩১ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।