ঢাকা, ২৫ এপ্রিল ২০১৯ : ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী ৮৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা আজ বৃহস্পতিবার (২৫-৪-২০১৯) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। উল্লেখ্য, ১৬ টি দেশের ৩১ জন বিদেশী এবং ৫৪ জন দেশী প্রশিক্ষণার্থী এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
এ উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা সচিব জনাব আখতার হোসেন ভূঁইয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিদর্শনকারী কর্মকর্তাগণকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়। অংশগ্রহনকারী সদস্যগণ আর্ন্তজাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভ’মিকা ও কর্মকান্ডের প্রশংসা করেন।
পরিদর্শনকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।