রাঙামাটি, ১০ আগস্ট:- সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্তৃক পরিচালিত যৌথবাহিনীর অভিযানে আজ বুধবার ভোরে (১০-৮-২০১৬) রাঙামাটির লংগদুতে অস্ত্র, গোলাবারুদ এবং সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ আঞ্চলিক রাজনৈতিক দলের নেতা নির্ভীক চাকমাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শিষকমুখ অঞ্চলের খাগড়াছড়ি গ্রামে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসী ও স্থানীয় চাঁদা আদায়কারী (Tax collector) নির্ভীক চাকমাকে আটক করা হয়। অভিযানকালে দুটি বিদেশী অটোমেটিক পিস্তল, একটি এলজি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০ রাউন্ড পিস্তলের গুলি, ০৮ রাউন্ড এলজি পিস্তলের গুলি, ০১ জোড়া ইউনিফর্ম, নগদ ১৭,৩৩১ টাকা, মুঠোফোন, ট্যাব এবং টাকা সংগ্রহের ব্যাগ উদ্ধার করা হয়।
জানা যায়, নির্ভীক চাকমা বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কয়েকটি বাজারে চাঁদা উত্তোলনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত। এ ঘটনায় আটককৃত সন্ত্রাসীর নামে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।