৩৩৫
চট্রগ্রাম, ০১ জানুয়ারি ২০১৯ ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার মাধ্যমে সোমবার ৩১-১২-২০১৮ রাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ী ওয়াজ্ঞাছড়া এলাকার বগাখালী থেকে সমিতা চাকমা নামক একজন উপজাতি মহিলাকে প্রসবকালীন জটিলতা জনিত গুরুতর অবস্থাায় আকাশ পথে দ্রুততার সাথে চট্রগ্রাম সিএসএইচ-এ স্থাানান্তর করা হয়। সে সময় উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্যরা তারসহযাত্রী হিসেবে ছিলেন।
এখানে উল্লেখ্য যে, পার্বত্য চট্রগ্রাম এলাকার যেকোন জরুরী পরিস্থিাতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার সার্বক্ষণিক প্র¯‘ত থাকে।