১১৭
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৭ঃ ফেনী গার্লস ক্যাডেট কলেজ এর ১১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ শনিবার (৩০-১২-২০১৭) কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন, বিএসপি, এসজিপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং তাঁর সহধর্মিণী বেগম নীরু সামছুন্নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ফাতেমা হাউস চ্যাম্পিয়ন ও খাদিজা হাউস রানারআপ হয়।