ঢাকা ২০ আগস্ট ২০১৬ঃ মৌসুমি নিুচাপের কারণে গত বুধবার (১৭-০৮-২০১৬) বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর মোট পাঁচটি জাহাজ ও ১টি টহল বিমান। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ কুয়াকাটার দক্ষিণে, ‘কপোতাক্ষ’ ও ‘কর্ণফুলী’ হিরণপয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় । এয়াড়া, ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজ গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। এয়াড়াও, নৌবাহিনীর একটি টহল বিমান ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে সার্বক্ষনিক টহল প্রদান করছে।
উল্লেখ্য, মৌসুমি নিুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত বুধবার (১৭-৮-২০১৬) সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশী ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ। এর আগে, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশী দু’টি ফিশিং ট্রলার ‘আল্লাহর দান’ এবং ‘ফরহাদ’ ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ট্রলার দু’টি হতে গত শুক্রবার (১৯-০৮-২০১৬) ভারতীয় কোস্টগার্ড জাহাজ মোট ৩১ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।