ঢাকা, ২৭ আগস্টঃ বন্যা দুর্গত এলাকা ফেনীর ছাগলনাইয়া-তে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা অদ্য ২৭ আগস্ট ২০২৪ তারিখেও অব্যাহত ছিল। ইতোমধ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর বিদ্যুৎ বিচ্ছিন্ন উক্ত এলাকায় স্থানান্তর করা হয়, যার মধ্যে একটি ছাগলনাইয়া সরকারি হাসপাতালে ও অবশিষ্ট ২টি জেনারেটর বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পে প্রতিস্থাপন করা হয়, যা নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও, দুর্গত এলাকা ফেনী হতে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে মুমূর্ষু রোগীদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ধার কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পেইন চলমান
২৫৮