ঢাকা, ২৮ মার্চ ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর ভলিবল দলের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ আজ বৃহস্পতিবার (২৮-৩-২০১৯) মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ভারতীয় সেনাবাহিনী ভলিবল দল ৩-১ সেটে বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল দল কে পরাজিত করে শিরোপা অর্জন করে। কমান্ড্যান্ট আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস (এএসপিটিএস) ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী (অংরভ অযসবফ অহংধৎর) প্রধান অতিথি হিসেবে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় দুতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জগদীপ সিং চীমা (ঔধমফববঢ় ঝরহম ঈযববসধ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় দু’দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা ও মিরপুর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্ধুপ্রতিম দু’দেশের নিবিড় সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর ১২ সদস্যের ভলিবল দল গত ২৫ মার্চ ২০১৯ তারিখ বাংলাদেশে আগমন করে। বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় সেনাবাহিনী ভলিবল দল গত ২৭ মার্চ ২০১৯ তারিখে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৬ এয়ার ডিফেন্স আর্টিলারি ভলিবল দলের সাথে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। এছাড়াও, তাঁরা কয়েকটি সামরিক ও অসামরিক স্থাপনাও পরিদর্শন করে।
আগামী ২৯ মার্চ ২০১৯ তারিখ ভারতীয় সেনাবাহিনী ভলিবল দল বাংলাদেশ ত্যাগ করবে বলে আশা করা যায়।