২৮৬
ঢাকা, ১০ জানুয়ারিঃ- জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের সামরিক বিষয়ক চীফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল এল হাজী বাবাকার ফায়ের নেতৃত্বে একটি জাতিসংঘ প্রতিনিধি দল আজ বুধবার (১০-০১-২০১৮) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। জাতিসংঘ প্রতিনিধি দলের এই সফর জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।