বগুড়া, ২৪ ডিসেম্বর ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এবং ০১ নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার যথাক্রমে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, বগুড়া এবং বিমানবাহিনী র্যাডার ইউনিট বগুড়ায় অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডবিøউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন কর্মকর্তা এবং ০১ নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সে স্কোয়াড্রন লীডার মোঃ সোহানুর রহমান, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। এছাড়াও, ফ্লাইট লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ আব্দুল্লাহ, এডিডবিøউসি ০১ নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্সে সেরা প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকতাগণ উপস্থিত ছিলেন।