৩৫৮
যশোর, ০১ জুলাই ২০১৮ ঃ- আজ আনুমানিক রাত্র ০৯:০৬ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর ১টি কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমান যশোর বিমান বন্দরের অদূরে পশ্চিমপাশের্ বুকভরা বাউর এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে রাত্র ০৮:৫১ ঘটিকায় নৈশকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিমানটি ২জন বৈমানিক স্কোয়াড্রন লীডার এনায়েত কবীর পলাশ এবং স্কোয়াড্রন লীডার মোঃ সিরাজুল ইসলাম উড্ডয়ন করছিলেন। দুর্ঘটনায় উভয় পাইলট নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বর্তমানে বিমান বাহিনীর একটি বিশেষ সার্চ এন্ড রেসকিউ টিম উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।