ঢাকা, ১০ মেঃ- করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর, বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল ও বিমান বাহিনী স্টেশন শমশেরনগর, মৌলভীবাজার এর পাশ্ববর্তী এলাকায় নিম্ম আয়ের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে রবিবার (১০-০৫-২০২০) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই মানবিক সহায়তা প্রদান করেন। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা প্রদান
২৪৪