ঢাকা, ১১ নভেম্বর ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই সিরিজের হেলিকপ্টারের মাধ্যমে সোমবার, ১১-১১-২০১৯ তারিখে সাতক্ষীরা জেলার ঘূর্ণিঝড় বুলবুল উপদ্রুত এলাকা পর্যবেক্ষণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মোহসীন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার একটি পর্যবেক্ষক দল। এর আগে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বিমান বাহিনীর এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার ক্ষয়ক্ষতি নিরুপন ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সহায়তা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে, গত শনিবার দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।