ঢাকা, ১৬ এপ্রিল ২০১৮ ঃ বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (১৬-৪-২০১৮) কুমিল্লা সেনানিবাসস্থ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি (এডিএ) ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দলের কর্পোরাল কামাল শ্রেষ্ঠ ফায়ারার বিবেচিত হন। এছাড়া ১০ পদাতিক ডিভিশন (রামু) দলের লেফটেন্যান্ট ইয়াসফিন শ্রেষ্ঠ ফিমেল ফায়ারার নির্বাচিত হন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ নাজিম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কুমিল্লা এলাকার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।