ঢাকা, ০৭ নভেম্বর ২০১৬ ঃ- বাংলাদেশ সেনাবাহিনীর শ্যূটিং প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী ও পুর¯কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার (০৭-১১-২০১৬) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ঢাকার বনানীস্থ আর্মি ষ্টেডিয়াম সংলগ্ন মাল্টিপারপাস হল-এ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দল (যশোর অঞ্চল) চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল (ঘাটাইল অঞ্চল) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
মিলিটারী ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের(Md. Abul Khair) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাসহ সেনাবাহিনীর অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, গত ০১ নভেম্বর ২০১৬ তারিখ থেকে উক্ত প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থবারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সর্বমোট আটটি ইভেন্টে সাতটি দলের প্রতিযোগিবৃন্দ অংশগ্রহণ করে।