ঢাকা, ৩০ নভেম্বর ২০১৭ (বৃহস্পতিবার) ঃ বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (৩০-১১-২০১৭) মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১০ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের সৈনিক মাসুম আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে এরিয়া কমান্ডার, লজিস্ট্কিস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা অঞ্চলের কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০১৭ তারিখ হতে ৩০ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা ২০১৭ সমাপ্ত
২১৬