ঢাকা, ০১ নভেম্বর ২০২২ : বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ আজ মঙ্গলবার (০১ নভেম্বর ২০২২) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত ইঞ্জিনিয়ার্স কোর এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। তিনি ইঞ্জিনিয়ার্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুলের বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন।
ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনা বাহিনী প্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। উক্ত সম্মেলনে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী মেজর জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন, ওএসপি, এসজিপি, এনডিসি; ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১১ পাদতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি এবং চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জিঃ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান কাদিরাবাদ সেনানিবাসে শহিদদের সম্মানে নির্মিত “স্মৃতি অম্লান’ এ পুস্পস্তবক অর্পণ করেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।