ঢাকা, ০৮ এপ্রিল ২০২১ (বৃহস্পতিবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্স এর সদস্যদের সমন¡য়ে যৌথ প্রশিক্ষণ EX THUNDER FIST-2021 (গত ২১ মার্চ ২০২১ তারিখ হতে ০৪ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত) সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরকে স¥রণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেরোরিজম এর বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময়।
এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন সোয়াডস সদস্য এবং ইউকে স্পেশাল ফোর্সের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ০৪ এপ্রিল ২০২১ তারিখে যৌথ প্রশিক্ষণ EX THUNDER FIST-2021 এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস এর কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, এসজিপি, এনডিসি, পিএসসি।
উক্ত অনুষ্ঠানে সিলেট অঞ্চলের উধর্¡তন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।