ঢাকা, ০৩ ডিসেম্বর ২০১৯ঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লে: কর্ণেল আবদুল্লাহ ইবনে জায়েদ এর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটি মিডিয়া প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো (ডিআর কঙ্গো) এর উদ্দেশ্যে আজ মঙ্গলবার (০৩-১২-২০১৯) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো-তে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের কর্মতৎপরতা ও কর্মকান্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও প্রকাশের উদ্দেশ্যে সরেজমিনে মিশন এলাকা পরিদর্শন করাই এ মিডিয়া প্রতিনিধি দলের উদ্দেশ্য। পাশাপাশি মনুস্কো-তে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার ও বাংলাদেশী শান্তিরক্ষীদের কর্মতৎপরতা সম্পর্কে তাঁদের মন্তব্য তুলে ধরাও এ মিডিয়া টিমের লক্ষ্য।
এছাড়া মনুস্কো-তে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট কমান্ডার, জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করবে।
উল্লেখ্য, কঙ্গোর মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োমিত কার্যক্রম, শান্তিরক্ষায় তাদের ভুমিকা, কঙ্গোর জনগনের জন্য ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ নির্মান ও স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি মানবতামুলক কার্যক্রম পরিদর্শন শেষে মিডিয়া প্রতিনিধিদলটি আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।