২৩৪
ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৮ঃ- গতকাল বৃহস্পতিবার (২৫-০১-২০১৮) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) – এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০১৮ প্রতিষ্ঠানের নিজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, এরিয়া কমান্ডার, হেডকোয়ার্টার লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথি হিসেবে তাঁর সহধর্মিণী মিসেস ফারজানা হাসান উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে অলংকৃত করেন ।
প্রধান অতিথি বিএসআই – এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমৃদ্ধির প্রশংসা করেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, চারিত্রিক উন্নয়ন ও নান্দনিক উৎকর্ষের ভূয়সী প্রশংসা করেন ।