ঢাকা, ২৪ জুন ২০১৭: শিক্ষাপল্লী হিসেবে খ্যাত মিরপুর সেনানিবাসের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যতিক্রমী এক পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)। বিশ্ববিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে আটটি বছর পার করে ৯ম বর্ষে পদার্পণ করল। আজ সোমবার (২৪-৭-২০১৭) বিশ্ববিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জাসহ মূল প্রবেশ পথে তৈরি করা হয় রঙিন তোরণ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রাস্তা ও করিডোরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন আর নানা রঙের পতাকায়।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে বিইউপি কনকোর্সে মূল অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
বিইউপির উপাচার্য সকল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিইউপির উপাচার্য উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। শোভাযাত্রাটি বিইউপির ক্যাম্পাস থেকে শুরু হয়ে এমআইএসটির ওসমানী হল প্রদক্ষিণ করে বিইউপিতে এসে শেষ হয়। বিইউপির নিজস্ব সঙ্গীতশিল্পী ও দেশের খ্যাতনামা ব্যান্ডদলের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যপী কর্মসূচির সমাপ্তি ঘটে।