১৭১
ঢাকা, ২৪ জানুয়ারি:- বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ আজ বুধবার (২৪-০১-২০১৮) কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়।
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ২০১৮ সালের ক্রীড়া প্রতিযোগিতায় শেরে বাংলা হাউজ ১৩৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কাজী নজরুল হাউজ ১০২ পয়েন্ট পেয়ে রানার আপ হবার গৌরব অর্জন করে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।