ঢাকা, ০২ ডিসেম্বর ২০১৮ঃ সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর হল অব ফেইম (ঐধষষ ড়ভ ঋধসব) এ অভিষেক অনুষ্ঠান আজ রবিবার (০২-১২-২০১৮) চট্টগ্রামের ভাটিয়ারীতে অনুষ্ঠিত হয়। এই অভিষেকের মাধ্যমে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি-এর অসামান্য কৃতিত্বপূর্ণ কর্মময় জীবন, প্রতিকৃতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হল অব ফেইম এ সন্নিবেশিত করা হয়।
বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে প্রশিক্ষণ ও কমিশন প্রাপ্ত যে সকল অফিসার স্বস্ব বাহিনীর সর্বো”চ পদে অধিষ্ঠিত হয়েছেন ও ভবিষ্যতে হবেন তাঁদের প্রতিকৃতিসহ কৃতিত্বপূর্ণ কর্মময় জীবনের উল্লেখযোগ্য তথ্য হল অব ফেইম এ সংযোজিত হবে। এর মাধ্যমে একাডেমির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যুক্ত হলো এক নতুনমাত্রা। বর্তমান সেনাবাহিনী প্রধানের অভিষেকের মাধ্যমে হল অব ফেইম এর শুভ উদ্বোধন সূচিত হলো।
সেনাবাহিনী প্রধান এরপর বাংলাদেশ মিলিটারী একাডেমির জাদুঘরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত উধ¡র্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএমএ’র হল অব ফেইম এ সেনাবাহিনী প্রধান অভিষিক্ত
২৮৪