২২২
ঢাকা, ১৩ মে ঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি Italian Air Force Chief of Staff Lieutenant General Enzo VECCLARELLI এর আমন্ত্রণে ০৩ দিনের এক সরকারী সফরে ইতালির উদ্দেশে আজ শনিবার (১৩-৫-২০১৭) ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাহিনী প্রধান ইতালিতে অবস্থানকালে ঐদেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাত সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান ঐদেশের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।