ঢাকা, ২১ মেঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ইতালির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এনজো ভেস্সিয়ারেল্লি এর আমন্ত্রণে এক সরকারী সফর শেষে আজ রবিবার (২১-০৫-২০১৭) ইতালি থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন।
ইতালিতে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান সফরসঙ্গীসহ ইতালির বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন এবং ঐদেশের বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও সফরকারী দলটি ইতালির বিমান বাহিনীর উড্ডয়ন প্রশিক্ষণ শাখা ও রাডার মেরামত ইউনিটসহ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন। তাছাড়া সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীকে হেলিকপ্টার প্রদানকারী ইতালীয় কোম্পানীদের মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো কোম্পানীর বিভিন্ন স্থাপনা ও কর্মকান্ড পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
বিমান বাহিনী প্রধানের ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন
১৯৪