Home » বিমান বাহিনী প্রধানের ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধানের ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ মে: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ইতালি সফর শেষে শুক্রবার (১৬-০৫-২০২৫) দেশে প্রত্যাবর্তন করেছেন।

ইতালি বিমান বাহিনী প্রধান Lieutenant General Luca GORETTI এর আমন্ত্রণে ০৮-০৯ মে ২০২৫ তারিখ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান AeroSpace Power Conference (ASPC) ২০২৫ এ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে ০৭ মে ২০২৫, বুধবার ঢাকা ত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট