২২৫
ঢাকা, ০৬ সেপ্টেম্বরঃ- চীন সফররত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সফরের অংশ হিসেবে ০২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে চীনের PLA Air Force এর কমান্ডার জেনারেল Ma Xiaotian এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মঙ্গলবার (৩০-০৮-২০১৬) চীনের PLA Air Force এর আমন্ত্রণে গণচীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বিমান বাহিনী প্রধানের চীন সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।