ঢাকা, ১৯ জুলাইঃ- যুক্তরাজ্য সফর শেষে ১৮ জুলাই দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। তিনি রাজকীয় বিমান বাহিনী প্রধান Air Chief Marshal Sir Stephen Hillier KCB CBE DFC ADC MAএর আমন্ত্রণে গত ০৯-০৭-২০১৮ তারিখে ০৭ দিনের এক সরকারী সফরে যুক্তরাজ্য গমন করেছিলেন। যুক্তরাজ্যে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান রাজকীয় বিমান বাহিনীর শততম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত “Royal International Air Tattoo ও“Air Power Conference”এ অংশগ্রহণ করেন। সফরকালে তিনি বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও যুক্তরাজ্য সফরকালে তিনি গত ১২-০৭-২০১৮ তারিখে যুক্তরাজ্য হতে ক্রয়কৃত সি-১৩০জে এমকে৫ মিলিটারী পরিবহন বিমানের মালিকানা বাংলাদেশ বিমান বাহিনীকে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন
২১১