২৫১
ঢাকা, ১৯ ডিসেম্বরঃ- কুয়েত সশস্ত্র বাহিনীর Maj Gen A. W. A. OMAIRI এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৯-১২-২০১৬) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য যে, প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। কুয়েত সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।