Home » বিমান বাহিনী প্রধানের সাথে সংযুক্ত আরব আমিরাতের নৌ বাহিনী কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সাথে সংযুক্ত আরব আমিরাতের নৌ বাহিনী কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ জানুয়ারিঃ- সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী কমান্ডার রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ান বুধবার (৩০-১-২০১৯) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ, অপারেশনাল কার্যক্রম এবং সক্ষমতা সম্পর্কে সম্যক ধারনা প্রদান করা হয়। তিনি বিমান সদরে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী কমান্ডার ০৩ সদস্যের প্রতিনিধি দলসহ গত ২৯ জানুয়ারি ২০১৯ ইং তারিখে ০২ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমণ করেন। সংযুক্ত আরব আমিরাত নৌবাহিনী কমান্ডারের এই সফর সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

 

সম্পর্কিত পোস্ট