চট্টগ্রাম, ২১ জুন ২০১৭ঃ সমুদ্র ও সমুদ্রপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এ বছর ২১ জুন বিশ্বব্যাপী “হাইড্রোগ্রাফিক দিবস-২০১৭’ পালিত হয়। এ উপলক্ষে গত বুধবার (২১-০৬-২০১৭) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। ২০০৫ সাল হতে আন্তঃর্জাতিক সংস্থা (IHO) এবং তার সদস্য দেশসমূহে হাইড্রোগ্রাফির উপর সর্বসাধারণের নিকট সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এবছর দিবসটির প্রতিপাদ্য সেøাগান ছিল”Mapping our seas, oceans and waterways-more impotant than ever.’
বাংলাদেশ আন্তঃর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একটি সক্রিয় সদস্য দেশ। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজ সমুহের নিরাপদ নেভিগেশনের জন্য আন্তঃর্জাতিক মান বজায় রেখে চার্ট ও পাবলিকেশন তৈরী করেছে, যা আন্তঃর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জন করেছে। বিকাশমান ব্লু ইকনমির সাথে হাইড্রোগ্রাফির সম্পৃক্ততা বিবেচনায় বর্তমানে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জাহাজ সংযোজন এবং গবেষণাধর্মী কর্মকান্ড চলমান রয়েছে। ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম ছাড়াও সমুদ্র সম্পদ আহরণে অনেক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ফলে ভবিষ্যতে হাইড্রোগ্রাফির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।