২০০
ঢাকা, ১৫ জুলাই : আগামী ১৭-০৭-২০১৯ খ্রিঃ (০২-০৪-১৪২৬ বঙ্গাব্দ) বুধবার আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। ঐ দিন ০০টা ৪২ মিনিট ১২ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ০৬ টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ঐ দিন ০৩ টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৬৫৮। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি ভারত মহাসাগরে মরিশাসের পূর্ব দিক হতে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্য কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে। বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ দেয়া আছে।