ঢাকা, ১০ এপ্রিল ২০১৯ঃ খুলনার মংলায় হারবাড়িয়া এলাকায় সগির খালের নিকট কাল বৈশাখী ঝড়ে ডুবে যাওয়া লঞ্চ এম এল আক্তার ও বার্জ এম ভি হরদাকে সনাক্ত করেছে নৌবাহিনী জাহাজ অগ্রদূত। সাইড স্ক্যান সোনার প্রযুক্তি ব্যবহার করে লঞ্চ ও বার্জটিকে সনাক্ত করা হয়। জাহাজ দু’টি আনুমানিক ২০ মিটার পানির নিচে অবস্থান করছে। নৌযান দু’টিকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অগ্রদূত, তিস্তা ও তল্ল¬াশী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল উক্ত ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উলে¬খ্য, গত ০৯ এপ্রিল ২০১৯ আনুমানিক রাত ৮ টায় কাল বৈশাখী ঝড়ে মংলার হারবাড়িয়া এলাকায় সগির খালের নিকট যাত্রীবাহী লঞ্চ এমএল আক্তার ও শ্রমিকসহ সার বোঝাই বার্জ এমভি হরদা ডুবে যায়। এতে ৩৯ জন যাত্রী পার্শ্ববর্তী বাণিজ্যিক জাহাজে উঠতে সক্ষম হয় এবং একজন নিখোঁজ হয়।