২২২
ঢাকা, ১৪ মার্চ ২০২২ ঃ মহান স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ বিমান বাহিনী দলকে ৩-০ সেটের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার (১৪-০৩-২০২২) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম, পল্টন, ঢাকায় সমাপ্ত হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সেনা, নৌ, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশসহ মোট ৭টি দল অংশগ্রহণ করে।