Home » মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী

by আইএসপিআর

ঢাকা, ১১ অক্টোবর ২০২১ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ০৭টি জাহাজ “মা ইলিশ রক্ষা অভিযান- ২০২১’ এর অংশ হিসেবে “ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করছে। উক্ত অভিযানে নৌবাহিনী আনুমানিক ৮ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

গত ০৪ অক্টোবর ২০২১ হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা
বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

You may also like