ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫:- সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্স-২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার (১৯-১১-২০২৫) তারিখে মিরপুর সেনানিবাসস্থ ডিএসসিএসসি তে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সামরিক শিক্ষায় উৎকর্ষতার স্তম্ভ হিসেবে ডিএসসিএসসির প্রতি নেতৃত্ব গঠনে জাতির আস্থা পুনর্ব্যক্ত করেন। গ্র্যাজুয়েশন সম্পন্নকারী সকল অফিসারদেরকে অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্পকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। এছাড়াও, তিনি শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি(বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল, মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্নাতক সম্পন্নকারী কর্মকর্তাদের সনদপত্র বিতরণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দীর্ঘ এক বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডিএসসিএসসি কোর্স ২০২৫ এর সাফল্য নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তরসমূহ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৫ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর ৩৬ জন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের ০৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক এবং উগান্ডা থেকে আগত ৫৮ জন অফিসারসহ সবর্মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের একজন নারী কর্মকর্তাসহ মোট ১৪ জন মহিলা কর্মকর্তা এ বছর গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন, যা নারীর অন্তর্ভূক্তি এবং ক্ষমতায়নের প্রতি অত্র প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ৬,৮১৪ জন অফিসার এই প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন; তন্মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বমোট ৫,৩২৯ জন অফিসার, ২০ জন পুলিশ অফিসার এবং ৪৫ টি বন্ধুপ্রতিম দেশের মোট ১,৪৬৫ জন বিদেশী সশস্ত্র বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনা ও নৌ বাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ (চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিলিটারী/ডিফেন্স এ্যাটাচি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।