ঢাকা, ১৬ এপ্রিল ২০১৮ ঃ- যৌথ সামরিক অনুশীলন গালফ্ শিল্ড আজ সোমবার (১৬-০৪-২০১৮) সৌদি আরবের দাম্মাম-এ সমাপ্ত হয়েছে। উক্ত অনুশীলনে সর্বমোট ২৩ টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। বাংলাদেশ সামরিক বাহিনীর ১৮ সদস্যের দল (সেনাবাহিনী-১২, নৌবাহিনী-০৩, বিমানবাহিনী-০৩) উক্ত অনুশীলনে অংশগ্রহণ করে। অনুশীলন গালফ্ শিল্ড গত ১৮ মার্চ ২০১৮ তারিখে শুরু হয়।
বাংলাদেশের সামরিক সদস্যরা মূলত পর্যবেক্ষণ এবং অনুশীলন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন। অনুশীলন গালফ্ শিল্ড এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী প্রধানসহ অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রপ্রধান ও বাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সৌদি সরকারের আমন্ত্রণে গত ০৩ মার্চ হতে ০৮ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত সৌদি আরব সফর করেন। উক্ত সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে সৌদি সরকারের ডেপুটি ডিফেন্স মিনিস্টার কর্তৃক ”বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স” প্রদান করা হয়।