ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (বুধবার)ঃ আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) ২০২০ তারিখে ভোররাতে রাঙ্গামাটি জোনের আওতাধীন শুভলং ক্যাম্পের একটি নিয়মিত টহল নৌযানে করে বন্দুক ভাঙ্গার বানাস ছড়ি এলাকায় টহল পরিচালনা কালে পাহাড়ের উপর থেকে ওঁতপেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অতি দ্রুত অবস্থান নিয়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। প্রায় ১৫-২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। নিরাপত্তা বাহিনীরসদস্যরা দ্রুত সম্পূর্ণ এলাকাটির নিয়ন্ত্রণ নেয় এবং তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এ সময় অর্পন চাকমা ওরফে বাবুধন চাকমানামে একজন সন্ত্রাসীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, একটি দেশীয় অস্ত্র, বেশকিছু পিস্তলের গুলি, এলজির কার্তুজ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নিহত অর্পন চাকমা ওরফে বাবুধন চাকমা এবং তার সহযোগীরা বিগত তিন থেকে চার মাস ধরে বন্ধুক ভাঙ্গার বানাসছড়ি এলাকায় নিয়মিত ভাবে স্থানীয় জনগনের কাছ থেকে চাঁদা উত্তোলন করত বলে তথ্য পাওয়া যায়। অর্পন চাকমা ওরফে বাবুধন চাকমা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার একজন কুখ্যাত সদস্য। সে ২০১৮ সালের ০৩ মে নানিয়ার চরে সংঘঠিত চাঞ্চল্যকর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম প্রধান আসামি।
রাঙ্গামাটির বন্দুক ভাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সাথে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত
২৬৩