২৯১
ঢাকা, ০৯ আগস্ট : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখা থেকে জানানো যাচ্ছে যে, আগামী ১১-০৮-২০১৮ খ্রিঃ (২৭-০৪-১৪২৫ বঙ্গাব্দ) শনিবার আংশিক সূর্যগ্রহণ ঘটবে। ঐদিন ১৪ টা ০২ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ১৭ টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে গ্রহণ শেষ হবে। ঐদিন ১৫ টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে । গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৩৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশ হতে চীনের শিয়ান শহর পর্যন্ত গ্রহণটি দৃশ্যমান হবে। বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse– এ দেয়া আছে।