Home » শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশনৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশনৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সম্মানিত প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা আজ বুধবার (২৫-১২-২০২৪) গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। ব্রহ্মপুত্রের চর এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। কনকনে শীতের মাঝে মানুষ যখন ঘর হতে বের হতেই দ্বিধাগ্রস্থ সেখানে তিনি ছুটে চলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়। ছিন্নমূল ও খেটে খাওয়া এ সকল মানুষের মুখে ফুটিয়েছেন অনাবিল হাসি।

সম্পর্কিত পোস্ট