২১৯
ঢাকা, ০২ জুলাই:জিম্মি উদ্ধার অভিযানে নিহত ২০ জনের জাতীয়তা প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ (সতের) জন বিদেশী, ১ (এক) জন বাংলাদেশী আমেরিকান এবং ২ (দুই) জন বাংলাদেশী । বিদেশীদের মধ্যে ৯ (নয়) জন ইতালীয় , ৭ (সাত) জন জাপানী এবং ১ (এক) জন ভারতীয় নাগরিক । নিহতদের মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে।