ঢাকা, ২৩ এপ্রিল : তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রেক্ষাপটে সরকারী, সামরিক/অসামরিক ও আন্তঃবাহিনী সংস্থা সমূহে ব্যক্তি পর্যায়ে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধি কল্পে আজ সোমবার (২৩-৪-২০১৮) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সাইবার বিশেষজ্ঞ প্রবাসী আজাদুল হক এর নেতৃত্বে সাইবার বিশেষজ্ঞ দল কর্তৃক সাইবার সিকিউরিটি এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-সঠিক এবং কার্যকর সাইবার সিকিউরিটি, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পদ্ধতি/ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ নেটওয়ার্ক, তথ্য প্রযুক্তি এবং ডাটা, সাইবার আক্রমনের অযাচিত অপব্যবহার থেকে রক্ষা করতে পারে।
সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে উক্ত সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ এবং বিমান বাহিনীসহ বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থা সমূহের পদস্থ সামরিক অসামরিক কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।