৪১৫
ঢাকা, ১০ জুন ২০২১ (বৃহস্পতিবার): সাইক্লোন ইয়াস এর কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ত্রান ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সেনানিবাসের দায়িত্বপূর্ন এলাকার, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল কৃর্তক ত্রান সহায়তা বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উক্ত পরিকল্পনা মোতাবেক বুধবার (০৯-০৬-২০২১) শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্থ সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও গরীব ৪৫০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।