৩৫৬
ঢাকা, ২৯ মে ২০২১ (শনিবার): জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে আত্মনিয়োগ করেছেন তা স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও সিলেট ও রংপুর সেনানিবাসে আজ (২৯ মে ২০২১) যথাযথ মর্যাদায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সিলেট এবং রংপুর সেনানিবাসে পিসকিপারস রান, আলোচনা সভা এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রমের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে সকল পদবীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণসহ বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।