ঢাকা, ১৪ মার্চ ২০১৮ঃ অধ্যাপক ডঃ মুহম্মদ জাফর ইকবাল সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ বুধবার (১৪-৩-২০১৮) সকালে ঢাকা সিএমএইচ ত্যাগ করেন। তাঁর চিকিৎসার সাথে সম্পৃক্ত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ সিএমএইচে তাকে বিদায় জানান । হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আগামী ০৭ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের উপদেশ প্রদান করেছে।
উল্লেখ্য জাফর ইকবাল শনিবার (০৩-৩-২০১৮) দুস্কৃতিকারী কর্তৃক আহত হবার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঐদিনই তাঁকে ঢাকা সিএমইচ-এ হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। এখানে আনার পর সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং উক্ত বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।