ঢাকা, ০৬ নভেম্বর ২০১৮ ঃ মিরপুর সেনানিবাসস্থা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর ‘মিরপুর হল অব ফেম’-এ অন্তর্ভূক্তি অনুষ্ঠান (ইন্ডাকশন সেরিমনি) আজ মঙ্গলবার (০৬-১১-২০১৮) অনুষ্ঠিত হয়।
ডিএসসিএসসি হতে ‘পিএসসি’ ডিগ্রী অর্জনকারী বাংলাদেশসহ বিশে¡র যে কোন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ নিজনিজ বাহিনীর সর্বো”চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলে উল্লিখিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে কলেজের ‘হল অব ফেম’-এ অভিষিক্ত করা হয়। জেনারেল আজিজ আহমেদ ডিএসসিএসসি’র ১৯৯৪-৯৫ সালে অনুষ্ঠিত ১৯তম আর্মি স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্র্যাজুয়েট।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণের মধ্যে এ পর্যন্ত ০৬ জন সেনাবাহিনী প্রধান, ০৪ জন নৌবাহিনী প্রধান এবং ০৩ জন বিমান বাহিনী প্রধানকে অনুরূপ অনুষ্ঠানের মাধ্যমে ডিএসসিএসসি হল অব ফেম-এ অভিষিক্ত করা হয়েছে এবং বিদেশী ছাত্র কর্মকর্তাদের মধ্যে শ্রীলংকা সেনাবাহিনীর ০২ জন সেনাবাহিনী প্রধানকে (কমান্ডার) উক্ত সম্মাননা প্রদান করা হয়েছে।