৫২২
ঢাকা, ১১ জুন ঃ- বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সোমবার (১১-৬-২০১৮) সেনাসদরে সেনা বাহিনী প্রধান এবং নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এর সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনা বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান কে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান আগামী ১২ জুন ২০১৮ তারিখ অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।